বগুড়ায় রাজাবাজার আড়ৎদার ও সাধারণ ব্যবসায়ী সমিতির(রেজিঃ নং ২৯৮৫) বিশেষ সাধারণ সভায় ৮ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজাবাজারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
সংগঠনের সদস্য মো : শাহ আলমের সভাপতিত্বে ও আব্দুল হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় বক্তব্য রাখেন আদর্শ স্টোরের সত্বাধিকারি আব্দুল বাসেদ, মদিনা ভান্ডারের আসমাউল হোসেন, চাল ব্যবসায়ী রতন, এখলাস ভান্ডারের আব্দুল মান্নান, মুন মার্কেট ব্যবসায়ী সমিতির মোস্তাফিজার রহমান, মদিনা ভান্ডারের সাফায়েদুল ইসলাম, শেখ ট্রেডার্সের শেস সহিদ, চুড়িপট্রি ব্যবসায়ী সমিতির সহসম্পাদক তুষার, আরজু ভান্ডারের আব্দুল হামিদ, ব্যবসায়ী সমিতির সদস্য সীমা প্রমুখ। সভায় বক্তারা খুব শীঘ্র নির্বাচন করার মতামত ব্যক্ত করেন। এ ছাড়াও সাংগঠনিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা হলেন, মো: শাজাহান আলী , আব্দুল মান্নান, আব্দুল বাসেদ, জুনায়েদ, এ্যাড. সিরাজুল ইসলাম, এ্যাড. নুরুল ইসলাম, আনোয়ার হোসেন, ও মো: আলম।