বগুড়ার নন্দীগ্রাম রনবাঘায় রাসেল ব্লাল্ড ডোনার ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১ টায় রনবাঘা বাসষ্ট্যান্ডে রাসেল ব্লাল্ড ডোনার ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ক্লাবের সভাপতি রায়হান কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা এলএলবি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার, দপ্তর সম্পাদক এফ ফারুক কামাল, পৌর আ’লীগের সভাপতি বকুল হোসেন, আ’লীগ নেতা শামীম শেখ, মখলেছুর রহমান মিন্টু, গোলাম মোস্তফা গামা, আবু নোমান, অত্র ক্লাবের উপদেষ্টা রাজু আহমেদ, রনবাঘা বাজার বণিক সমিতির সভাপতি মিলন কর্মকার, ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আবু তৌহিদ রাজীব প্রমূখ।