বৃহস্পতিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের দু’টি জেলা সহ ৫২টি উপজেলা মধ্যে দুপচাঁচিয়া উপজেলাকে আনুষ্ঠানক ভাবে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেন। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদীর সভাপতিত্বে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক। আরো বক্তব্য রাখেন, বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) আব্দুর রশিদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক, উপকার ভুগিদের মধ্যে কাবেরী বিবি, সুলতান হোসেন, গোলাপি বিবি, রাজু প্রামানিক সহ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, একাডেমিক সুপারভাইজার মাহমুদুন্নবী। পরে তৃতীয় পর্যায়ে তৃতীয় ধাপে নির্মিত উপকারভুগিদের মাঝে জমির দলিলসহ ঘরের চাবি হস্তান্তর করেন, জেলা প্রশাসক জিয়াউল হক।