নন্দীগ্রামে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২

বগুড়ার নন্দীগ্রামে এক যুবতীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে তাদেরকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়।

গত মঙ্গলবার সন্ধ্যায় নন্দীগ্রাম পৌরসভার ফোকপাল গ্রামের একটি পুকুরপাড়ে এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় গত বুধবার রাতে ৪ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- পৌরসভা এলাকার ফোকপাল গ্রামের ধর্ষনকারী হাফিজুর রহমান (২৭) ও একই গ্রামের সহযোগী রুবেল প্রামানিক (৪২)।

মামলার বিবরণে জানা গেছে, বুড়ইল ইউনিয়নের আপুছাগাড়ী গ্রামের ওই যুবতী (২৬) ঢাকায় গার্মেন্টসে চাকুরি করে। সে ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে আসে। গত মঙ্গলবার সন্ধ্যায় ওই যুবতী আপুছাগাড়ী সড়কের মাথা এলাকা থেকে হাফিজুর রহমানসহ চারজন পূর্ব পরিকল্পিতভাবে তাকে জোরপূর্বক সিএনজিতে তুলে অপহরণ করে নিয়ে যায়। ওই রাতেই পৌরসভার ফোকপাল গ্রামের পুকুরপাড়ে নিয়ে হাফিজুর রহমান যুবতীকে ধর্ষণ করে। ভোররাতে ফোকপাল গ্রামের রাস্তায় ওই যুবতীকে ফেলে রেখে পালিয়ে যায়। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবতীকে উদ্ধার করাসহ হাফিজুর রহমান ও তার সহযোগী রুবেলকে গ্রেপ্তার করে।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023