বৃহস্পতিবার দুপুরে দুপচাঁচিয়া উপজেলার বোরাই মধ্যেপাড়ায় বাড়ির মাটির সিমানা প্রাচীরের দেওয়াল ধসে চাপা পড়ে মামুনুল ইসলাম মামুন নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
জানা গেছে, উপজেলা সদরের পৌরসভার ৮নং ওয়ার্ডের বোরাই মধ্যেপাড়া মোসলিম উদ্দীনের ছেলে মামুনুর ইসলাম মামুন বাড়ির ভিতরে কাজ করছিলো। হঠাৎ সিমানা প্রাচীরের মাটির দেওয়াল বৃষ্টিতে নরম হওয়ায় তা ধসে মামুনুল ইসলাম মামুনের গায়ের উপর চাপা পড়ে। বাড়ির লোকজন দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে।