মাঝিহট্টে চিকিৎসক দম্পতিকে সন্ত্রাসী স্টাইলে মারপিট, থানায় অভিযোগ

নামুজা (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ মে, ২০২২

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্টে চিকিৎসক দম্পতিকে সন্ত্রাসী স্টাইলে মারপিট অতঃপর ৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। গত ২৪ মে মাঝিহট্ট ইউনিয়ন উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার মাহবুর রহমানের স্ত্রী হোসনে আরা বেগম বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগে বলা হয়েছে তার স্বামী উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার মাহবুর রহমান-কে স্বপন মিয়া, পিতা মৃত রশিদ, ধলু ফকির, পিতা মৃত মোজাহার ফকির, মিনারা বিবি, স্বামী ধলু ফকির, বুলবুলি খাতুন, স্বামী তাইজুল ইসলাম প্রামানিক, মিনেরা বেগম, স্বামী স্বপন মিয়া, সর্ব সাং-মাঝিহট্ট, থানা-শিবগঞ্জ, জেলা-বগুড়া। হোসনে আরা অভিযোগে বর্ণনা করেন, তার স্বামী

মাঝিহট্ট স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক হিসেবে কর্মরত থাকিয়া পরিবার পরিজন নিয়ে কোয়ার্টারে বসবাস করাকালিন আমার মেয়ে মারিয়া খাতুন (৫) এর খেলাকে কেন্দ্র করিয়া পূর্ব হইতে বিরোধ চলিয়া আসিতেছে।
এমতাবস্থায় পূর্ব বিরোধকে কেন্দ্র করিয়া গত ২৩/০৫/২০২২ ইং তারিখ দুপুর আনুমানিক ১টা ৩০ ঘটিকার সময় স্বাস্থ্য কেন্দ্রের ভিতর প্রবেশ করিয়া উপরে উল্লেখিত বিবাদীগণ প্রবেশ করিয়া তর্ক-বিতর্কের এক পর্যায়ে বিবাদী স্বপন মিয়ার হুকুমে বিবাদী ধলু ফকিরের হাতে থাকা লোহার রড দিয়ে আমার স্বামী ডান হাতের কব জিতে আঘাত করিয়া হাড় ভাঙ্গা গুরুতর ফাটা জখম করে।

স্বপন মিয়ার হাতে থাকা রড দিয়ে আমার স্বামীর পায়ে উপর্যপুরী আঘাত করিয়া ফাটা গুরুতর জখম করে। এসময় আমি আগাইয়া আসিলে আমাকে ও এলোপাথারীভাবে কিল ঘুষি মারিয়া ছেলা, ফোলা ও জখম করে। আমার ডাক চিৎকারে স্থানীয়রা আগাইয়া আসিলে তারা পালিয়ে যায়। আমার স্বামীকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ভর্তি করিয়া দেওয়া হয়। এ ব্যাপারে (৩১মে) মঙ্গলবার শিবগঞ্জ থানার এসআই নাজমুল জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023