কুমিল্লায় নতুন মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে দুর্ঘটনায় ফারহান আঞ্জুম মাফি (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। রবিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে বিবিরবাজার স্থলবন্দর সংলগ্ন স্থানে এই দুর্ঘটনা ঘটে।
কুমিল্লা নগরীর নজরুল এভিনিউ এলাকার বাসিন্দা ‘দৈনিক আমাদের কুমিল্লা’র সাহিত্য সম্পাদক কবি দীপ্র আজাদ কাজলের ছেলে মাফি। এ বছর এসএসসি পাস করে সে রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হয়েছিল।
স্বজনরা জানায়, এসএসসির পাস করায় বাবার কাছে নতুন মোটরসাইকেল নিয়ে দেওয়ার আবদার করে মাফি। গত শনিবার সন্ধ্যায় তাকে মোটরসাইকেল কিনে দেওয়া হয়। রবিবার দুই বন্ধুসহ গোমতী নদীর পাড় এলাকায় ঘুরতে যায় মাফি। রাত ৯টায় গোমতী পাড় এলাকায় সড়কের গতিরোধকে মোটরসাইকেল উল্টে যায়। এ সময় আহত হয় মাফিসহ মোটরসাইকেল আরোহী তার দুই বন্ধু।
স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি করে। পরে দায়িত্বরত চিকিৎসক গুরুতর আহত মাফিকে মৃত ঘোষণা করে। আহত দুই জন চিকিৎসাধীন রয়েছে।
কবি দীপ্র আজাদ বলেন, ‘শনিবার সন্ধ্যায় মোটরসাইকেল কিনে দিই। আর পরদিন রাতে খবর পাই মাফি এক্সিডেন্ট করেছে। পরে কুমিল্লা মেডিক্যাল গিয়ে দেখি, আমার একমাত্র ছেলের নিথর দেহ পড়ে আছে। এত শোক নিয়ে আমি কীভাবে বাঁচবো?’
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান জানান, দুর্ঘটনায় কলেজছাত্র নিহতের বিষয়টি শুনেছি। খোঁজ-খবর নিয়ে বিস্তারিত জানানো হবে।