ফরিদপুরের আওয়ামী লীগ ১১, বিদ্রোহী ৫টিতে বিজয়ী

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১

ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলার ১৭টি ইউনিয়নে ভোট শেষ হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের ৫ প্রার্থী এবং আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) ৪ প্রার্থী এবং বিএনপি (স্বতন্ত্র) এক প্রার্থী নির্বাচিত হয়েছেন। নগরকান্দা উপজেলার ৯টি ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন ফুলসূতি ইউনিয়নে আরিফ হোসেন, কাইচাইল ইউনিয়নে মো. মোস্তফা, ডাঙ্গী ইউনিয়নে কাজী আবুল কালাম, চরযশোরদী ইউনিয়নে কামরুজ্জামান সাহেব ফকির ও কোদালিয়া শহীদ নগর ইউনিয়নে জাকির হোসেন নিলু।

আওয়ামী লীগের বিদ্রোহী হিসাবে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন তালমা ইউনিয়নে মো. কামাল হোসেন, রামনগর ইউনিয়নে কাইমুদ্দিন মন্ডল ও পুড়াপাড়া ইউনিয়নে আতাউর রহমান বাবু ফকির। এছড়া বিএনপি নেতা হাবিবুর রহমান বাবুল তালুকদার লস্করদিয়া ইউনিয়নে নির্বাচিত হয়েছেন।
সালথা উপজেলার ৮টি ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতিকের ৬ জন এবং আওয়ামী লীগের বিদ্রোহী দুইজন নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগ থেকে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন আটঘর ইউনিয়নে শহিদুল ইসলাম সোহাগ, ভাওয়াল ইউনিয়নে ফারুক উজ জামান ফকির মিয়া, গট্রি ইউনিয়নে হাবিবুর রহমান লাবলু, মাঝারদিয়া ইউনিয়নে আফসার উদ্দিন মাতুব্বর, সোনাপুর ইউনিয়নে খায়রুজ্জামান বাবু, বল্লভদী ইউনিয়নে নুরুল ইসলাম। আওয়ামী লীগের বিদ্রোহী হিসাবে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, যদুনন্দি ইউনিয়নে মো রফিক মোল্যা ও রামকান্তপুর ইউনিয়নে ইসারত হোসেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023