নমুনা পরীক্ষায় ‘উত্তীর্ণ’ হয়ে আমিরাতে গেলেন আরও ১৬৭২ প্রবাসী

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

ফ্লাইট ছাড়ার ছয় ঘণ্টা আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরটি-পিসিআর ল্যাবরেটরি করোনার নমুনা পরীক্ষা করিয়ে নেগেটিভ সার্টিফিকেট নিয়ে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) গেছেন প্রবাসীকর্মীসহ এক হাজার ৬৭২ জন।

সোমবার (৪ অক্টোবর) বিভিন্ন ফ্লাইটযোগে তারা আমিরাতের উদ্দেশে রওনা দেন। জানা গেছে, সোমবার মোট ১ হাজার ৬৭৩ জন যাত্রী ইউএই সরকারের নির্দেশনা অনুযায়ী ফ্লাইট ছাড়ার ছয় ঘণ্টা আগে করোনার নমুনা পরীক্ষার করান। তাদের মধ্যে মাত্র একজনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। তিনি ছাড়া সবাই বিভিন্ন ফ্লাইটযোগে ইউএই যান।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ বলেন, বর্তমানে ইউএইগামী সব প্রবাসী যাত্রী বিনামূল্যে নমুনা পরীক্ষা করতে পারছেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এ ব্যবস্থা করেছে। আরটিপিসিআর ল্যাবরেটরি চালুর ফলে প্রবাসীকর্মীসহ ইউএইগামী বিভিন্ন ফ্লাইটে যাত্রীর সংখ্যা বেড়েছে।

প্রবাসীকর্মীরা বিনামূল্যে করোনা পরীক্ষা করিয়ে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) যাচ্ছেন। রোববার (৩ অক্টোবর) প্রথমদিন প্রবাসীকর্মী ও যাত্রীসহ ১ হাজার ২৮০ জন বিমানবন্দরে স্থাপিত আরটি-পিসিআর ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা করিয়ে ইউএই গেছেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় যাত্রীপ্রতি ১ হাজার ৬০০ টাকা খরচ বহন করছে। তবে, অন্যান্য যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ১ হাজার ৬০০ টাকা ফি আদায় করা হচ্ছে।

সূত্র জানায়, ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ইউএই যাত্রার ছয় ঘণ্টা আগে নমুনা পরীক্ষা করিয়ে মোট ৪ হাজার ৫৫৩ জন যাত্রী ইইউএ গেছেন। তাদের মধ্যে ৩০ সেপ্টেম্বর ৬৫ জন, ১ অক্টোবর ৩৪১ জন, ২ অক্টোবর ৯৯৫ জন, ৩ অক্টোবর ১ হাজার ২৮০ জন ও ৪ অক্টোবর ১ হাজার ২৭২ জন প্রবাসী কর্মী ও যাত্রীর নমুনা পরীক্ষা করা হয়। এসময়ে করোনা পরীক্ষায় পাঁচজন যাত্রীর পজিটিভ আসে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023