মুক্তজমিন ডেস্ক
ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক তালিবুর রহমান ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মনিরুজ্জামানসহ ৯ জনকে জুয়া খেলার সরঞ্জাম, নগদ টাকা, মাদকসহ গ্রেফতার করেছে ঠাকুরগাঁও ডিবি পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াডাঙ্গী বড় পলাশবাড়ী ইউনিয়নের কুশল ডাংগি বাজারের ভিতর থেকে তাদের গ্রেফতার করা হয়।
পরে আসামিদের নামে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করা হয় ও আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়।
ডিবির ওসি মোশাব্বেরুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করে ও মালামাল উদ্ধার করে। পরে জুয়া আইনে একটি মামলা করা হয় ও আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।