স্টাফ রিপোর্টার, ঢাকা
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ ফজলুর রহমান (৫২) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত সোয়া ২টার দিকে অচেতন হয়ে যান তিনি। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, তিনি আগেই মারা গেছেন।
কাশিমপুর কারাগারের কারারক্ষী আবুল কালাম আজাদ জানান, রাতে ফজলুর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় কারাগারের চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক জানান, তিনি মারা গেছেন।
‘আমরা শুধু তার নাম জানি। কী মামলায় কতদিন সাজা হয়েছে, সেটা বলতে পারব না। কবে থেকে কারাগারে আছেন তাও জানি না’, যোগ করেন কাশিমপুর কারাগারের এই কারারক্ষী।