ডেস্ক রিপোর্ট
ব্রাহ্মণবাড়িয়ার লইসক্যা বিলে ট্রলারডুবির ঘটনায় নিহত সবার পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) হায়াত-উদ-দৌলা খান। এ দুর্ঘটনায় রাত সাড়ে ৮টা পর্যন্ত ২০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৭ আগস্ট) সন্ধ্যায় বিলের বিজয়নগর এলাকায় বালুবাহী ট্রলারের সঙ্গে যাত্রীবাহী ট্রলারের সংঘর্ষের ফলে এ দুর্ঘটনা ঘটে।
জেলা প্রশাসক জানান, যারা নিহত হয়েছেন তাদের পরিবারের প্রত্যেককে ২০ হাজার টাকা দাফনের জন্য দেওয়া হবে। এছাড়া ঘটনা অনুসন্ধানে অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিনকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে।
২০ জনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে হায়াত-উদ-দৌলা খান জানান, উদ্ধার অভিযান উদ্ধার অভিযান অব্যাহত আছে। কিশোরগঞ্জ থেকে ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশে আসছে। এছাড়া ঘটনা অনুসন্ধানে অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিনকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে আগামী ১০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।