মুক্তজমিন ডেস্ক
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, করোনাভাইরাস সম্পর্কে জনসাধারণের মধ্য সচেতনতা বেড়েছে। আর সে কারণে উৎসবমূখর পরিবেশে টিকাদান কেন্দ্রগুলোতে টিকা নিতে আসা মানুষের ভিড়ও বেড়েছে। পর্যায়ক্রমে দেশের সবার জন্য টিকা নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ।
বুধবার নিয়ামতপুর উপজেলা পরিষদ হলরুমে নিয়ামতপুরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিন নেওয়ার পরও মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি। এটা না করলে করোনার সংক্রমণ ঠেকানো সম্ভব হবে না।
তিনি বলেন, টিকাদানের শুরুতে একটি মহল টিকা নিয়ে অপপ্রচার করেছিল। এখন তারা অনেকেই টিকা নিচ্ছেন। বর্তমানে টিকা নিয়ে জনসাধারণকে কোনো অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ারও আহবান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়া মারীয়া পেরেরা, উপজেলা ভাইস চেয়ারম্যান আইউব হোসাইন মণ্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. তোফাজ্জেল হোসেন প্রমুখ।