নওগাঁয় আমন ধান রোপণে ব্যস্ত কৃষক

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২৬ জুলাই, ২০২১

ডেস্ক রিপোর্ট

মৌসুমের শুরুতেই আমন ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন নওগাঁর রাণীনগরের চাষীরা। এবার বড় ধরনের বর্ষণ কিংবা উজান থেকে ঢলের পানি নেমে আসার আগেই জমি চাষ, রোপন থেকে শুরু করে ব্যস্ত সময় পাড় করছেন চাষীরা। ইতিমধ্যে উপজেলায় প্রায় ৭৮০ হেক্টর জমির ধান রোপণ সম্পন্ন হয়েছে।

 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৮টি ইউনিয়নে চলতি মৌসুমে প্রায় ১৮ হাজার ১৩০ হেক্টর জমিতে আমন ধান রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এসব জমিতে আতব, ব্রি-৯৫, বিনা ১৭, স্বর্ণা-৫, ব্রি-৭১, ব্রি-৭৫, ব্রি-৪৯সহ বেশ কয়েকটি জাতের ধান রোপণ করা হচ্ছে।

 

রাণীনগর উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, গত বোরো মৌসুমে প্রায় ১৯ হাজার হেক্টর জমিতে ধান রোপণ করেছিলেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় ধানের ফলন এবং বাজারে দাম ভালো থাকায় বেশ লাভবান হয়েছেন। এ মৌসুমে উপজেলা জুড়ে ১৮ হাজার ১৩০ হেক্টর জমিতে আমন ধান রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে ৭৮০ হেক্টর জমিতে ধান রোপণ সম্পন্ন হয়েছে। আগামী ১০-১২ দিনের মধ্যে ধান রোপণ সম্পন্ন হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023