স্বামীর দেয়া আগুনে ১১ দিন লড়াই করে হার মানলেন মর্জিনা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

গাজীপুরে স্বামীর দেয়া আগুনে ১১ দিন হাসপাতালে লড়াই করে অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন মর্জিনা বেগম (৪০)। এ ঘটনায় নিহতের স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। মর্জিনা বেগম টাঙ্গাইলের দেলদুয়ার থানার ইয়াসিন গ্রামের বাদশা মিয়ার মেয়ে ও সিরাজগঞ্জ জেলা সদরের জয়নগর এলাকার মৃত হরফ আলীর ছেলে স্বাধীন আলীর (৫০) স্ত্রী।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর মহানগরীর কোনাবাড়ি থানাধীন সেলিমনগর এলাকার মমতাজের ভাড়া বাসায় সপরিবারে থাকেন স্বাধীন। দাম্পত্য কলহের জেরে গত ৭ ফেব্রুয়ারি দুপুরে স্ত্রী মর্জিনার পরনের কাপড়ে আগুন দেন তিনি।

 

প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করেন। সেখানে ১১ দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার সন্ধ্যায় তিনি মারা যান। জিএমপি কোনাবাড়ী থানার ওসি মো. আবু সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্ত স্বামী স্বাধীন আলীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ব্যাপারে নিহতের ছেলে মনিরুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023