ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাট উপজেলা ডাকবাংলোর সামনে ১৯৮১ সালে মোঃ আয়েজ উদ্দীন এর ইউনানী দাওয়াখানা চিকিৎসালয় এর সাইটে একটি বট গাছ নিজ উদ্যোগে রোপন করেছিল সেই গাছের বয়স এখন প্রায় ৪০ বছর। এখন ঐ বট গাছের
নিচে অনেক মানুষ বিশ্রাম নেয় এবং অনেক পাখি গাছে আশ্রয় নিয়েছে। আয়েজ উদ্দিন জানান মানুষ এবং পশু পাখিদের উপকারের উদ্দেশ্যে নিয়েই বট গাছটি রোপণ করেছি।