করোনা সংক্রামণের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক পরা বাধ্যতামূলক নওগাঁ জেলা পুলিশ সুপার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০

নওগাঁ প্রতিনিধি
সরকারি ঘোষণা বাস্তবায়নে কঠোর হচ্ছে নওগাঁর জেলা পুলিশ। আজ নওগাঁ জেলার প্রান কেন্দ্র মুক্তির মোড়ে মাক্স পড়া কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে, নওগাঁ জেলা পুলিশ সুপার উপস্থিত থেকে রাস্তায় যাদের মুখে মাক্স নেই তাদেরকে মাক্স পড়িয়ে দিয়েছেন,

এ সময় উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা অতিরিক্ত পুলিশ সুপার চিশতী, অসিত কুমার ঘোষ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ইন-সার্ভিস) নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেন, অফিসার ইনচার্জ (তদন্ত) ফয়সাল বিন আহসান প্রমুখ।

পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম বলেন, থানায় মাস্ক ছাড়া গেলেও সেবা দেওয়া হবে না। তবে মাস্ক পরতে ভুলে গেলে বা জরুরি সহযোগিতা চাওয়ার সময় মাস্ক না পড়লে তখন বিষয়টি বিবেচনা করা হবে।
করোনা সংক্রামণ শুরু হওয়ার পর থেকে পুলিশ নাগরিকদের সচেতনতায় কাজ করছে। নাগরিকদের খাদ্যসহায়তা, মাস্ক পরিধান, করোনায় আক্রান্ত ব্যক্তিদের দাফনসহ সব সহযোগিতাই করেছে। এটি চলমান রয়েছে। সরকার নতুন করে মাস্ক পরার যে নির্দেশনা দিয়েছে তার পুরোপুরি বাস্তবায়নে কাজ করবে নওগাঁ জেলা পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023