কক্সবাজারে সেনা প্রধান ও আইজিপি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ৫ আগস্ট, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

টেকনাফে পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হওয়ার ঘটনায় কক্সবাজারে এসেছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।

 

 

বুধবার দুপুর ১টা ১৫মিনিটের দিকে একটি বিশেষ হেলিকপ্টারে করে কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছান দুই বাহিনী প্রধান।

 

এরপরে বিমানবন্দর থেকে তারা কক্সবাজরের লাবনী পয়েন্টে হোটেল জলতরঙ্গে এসে অবস্থান করছেন তারা। সেখানে বিশ্রাম শেষ ২ বাহিনীর প্রধানসহ স্থানীয় প্রশাসন বৈঠক করবেন। পরে সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করার কথা রয়েছে।

 

 

 

প্রসঙ্গত, ৩১ জুলাই সন্ধ্যার পর নিজের প্রাইভেট কারে করে তথ্যচিত্রের কাজ শেষে টেকনাফ থেকে কক্সবাজার ফেরার সময় শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা। তিনি ২০১৮ সালে সৈয়দপুর সেনানিবাস থেকে তিনি স্বেচ্ছায় অবসর নেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023