নওগাঁয় পিকআপ ভর্তি আমের ভাঁজে ভাঁজে ফেন্সিডিল!

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১২ জুন, ২০২০

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় আম বোঝাই একটি পিকআপে লুকিয়ে বহন করা হচ্ছিল ফেন্সিডিল; র‌্যাবের একটি দলের অভিযানে ওই ফেন্সিডিল, আম এবং ট্রাক জব্দসহ দুইজনকে আটক করা হয়েছে।

 

শুক্রবার ভোরে মান্দা উপজেলার ফেরিঘাট এলাকায় এই অভিযান চালানো হয়।

 

আটক দুই ব্যক্তি হলেন- টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার চেংটাপাড়া গ্রামের হুরমুজ আলীর ছেলে শহিদুল ইসলাম(৩০) ও মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঠাকুরকান্দি গ্রামের সোহরাব আলীর ছেলে রুবেল হোসন(৩২)।

 

র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এ.টি.এম. মাইনুল ইসলাম জানান, গোপন সংবাদে অভিযান চালিয়ে পিকআপটির মধ্য থেকে আমের ঝুড়ির ভেতর রাখা ৪৮৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ সময় পিকআপ, ১১৬০ কেজি আম ও দুটি মোবাইল সেট জব্দ করা হয়।

 

তিনি জানান, দুপুরে আটক ব্যক্তিদের মান্দা থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়।

 

মান্দা থানার ওসি মোজাফ্ফর হোসেন বলেন, এই ঘটনায় থানায় মামলা হয়েছে এবং আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023