বাবাকে হত্যাচেষ্টা, ছেলেসহ গ্রেফতার ৪

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৭ জুন, ২০২০

নাটোর প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রাম উপজেলার কুজাইল গ্রামে বাবাকে হত্যাচেষ্টার মামলায় ছেলেসহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার পর শনিবার (৬ জুন) দু’জনকে নাটোর কারাগারে ও বয়স কম হওয়ায় অপর দুই আসামিকে যশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে।

 

বড়াইগ্রাম থানার ওসি দিলীপ কুমার দাস এ তথ্য জানিয়েছেন। গ্রেফতারকৃতরা হলো, কুজাইল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে শাহীন আলম (১৬), তার বন্ধু একই গ্রামের আমীর হোসেন তুহিন (১৯) , রাব্বী (১৭) এবং মেরিগাছা গ্রামের নাইম সরদার (২০)।

 

জবানবন্দিতে শাহীন জানিয়েছে, বাবা আব্দুর রাজ্জাক একাধিক বিয়ে করায় সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কাসহ বিভিন্ন ক্ষোভে এ হত্যাচেষ্টা চালায়। এ কাজে বন্ধুদের সম্পৃক্ত করতে ৫ লাখ টাকার চুক্তি করে সে।

 

ওসি জানান, আব্দুর রাজ্জাক একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক আইনে ৮টি মামলা রয়েছে। সে পরপর তিনটি বিয়ে করে। শাহীন প্রথম স্ত্রীর ছেলে। তার মাকে ডিভোর্স দেওয়ায় তারা নানার বাড়িতে অতিকষ্টে দিনাতিপাত করে। বাবা তার বা পরিবারে কোনও খরচ দিত না। আবার একের পর এক বিয়ে করায় বাবার সম্পত্তি থেকে তারা বঞ্চিত হওয়ার শঙ্কায় ছিল সে। এ অবস্থায় বাবাকে হত্যা করতে ৫ লাখ টাকায় চুক্তি করে।

 

পরিকল্পা অনুযায়ী ১২ মে রাতে আব্দুর রাজ্জাক খাওয়া-দাওয়া শেষে বাজারে যাওয়ার পথে শাহীনের নেতৃত্বে চারজন তাকে এলোপাথাড়ি কুপিয়ে আহত করে। মৃত্যু নিশ্চিত করতে গলা কাটতে গেলে পথচারী আসায় তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আব্দুর রাজ্জাককে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ওই রাতেই অজ্ঞাত আসামিদের নামে থানায় মামলা হলে পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত নামে। এরই ধারাবাহিকতায় প্রথমে শাহীনকে ও পরে তার বন্ধুদের গ্রেফতার করে পুলিশ। এরপর তাদের দেওয়া তথ্যমতে মরা বড়াল নদী থেকে হত্যাকাজে ব্যাবহৃত অস্ত্র উদ্ধার করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023