রাজশাহী প্রতিনিধি
রাজশাহী শিক্ষাবোর্ড থেকে এ বছর এসএসসি পরীক্ষায় পাশ করেছে ৯০ দশমিক ৩৭ শতাংশ পরীক্ষার্থী। জিপিএ ফাইভ পেয়েছেন ২৬ হাজার ১৬৭ জন।
এ বছর দেশসেরা ফলাফল করলেও গত বছরের চেয়ে এবার পাশের হার কিছুটা কম। তবে বেড়েছে জিপিএ ৫ প্রাপ্ত পরীক্ষার্থীর সংখ্যা। গত বছর পাশের হার ছিলো ৯১ দশমিক ৬৪ শতাংশ। আর জিপিএ ৫ পেয়েছিলেন ২২ হাজার ৬৯০ জন।
রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এসএম আরিফ জানান, এবার করোনা সংক্রমণের কারণে অনলাইনে ফলাফল ঘোষণা করা হয়েছে। পরীক্ষার্থীদের ফোনে ম্যাসেজ চলে যাচ্ছে। এবার পাশের হার একটু কমলেও বেড়েছে জিপিএ ফাইভের সংখ্যা। এই ফলাফলে আমরা খুশি।