রাজধানীর ৯৭ এলাকায় করোনার ভয়াল থাবা, আক্রান্তের শীর্ষে ওয়ারী

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

রাজধানী ঢাকায় করোনাভাইরাস ভয়ঙ্কর আকারে ছড়িয়ে পড়ছে। গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত হওয়ার পর থেকে বুধবার (১৫ এপ্রিল) পর্যন্ত করোনাভাইরাস সন্দেহে মোট ১৪ হাজার ৮৩৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১ হাজার ২৩১ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়। তাদের মধ্যে ৫০ জনের মৃত্যু হয়।

 

আক্রান্তদের মধ্যে রাজধানী ঢাকায় সর্বোচ্চ ৫১৮ জন রোগী পাওয়া যায়। আর ঢাকার উপকণ্ঠে নারায়ণগঞ্জে ২১৪ জনসহ ঢাকা বিভাগে ৪১৬ জন রোগী পাওয়া গেছে।

 

ঢাকা ছাড়া অন্যান্য বিভাগওয়ারি পরিসংখ্যানে দেখা গেছে, চট্টগ্রামে ৬২, সিলেটে ৫, রংপুরে ৩৪, খুলনায় ৩, ময়মনসিংহে ২৬, বরিশালে ২৩ ও রাজশাহী বিভাগে ৪ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়। স্বাস্থ্য অধিদফতর সূত্রে এসব তথ্য জানা গেছে।

 

সূত্র জানায়, ঢাকার মোট ৯৭টি এলাকায় করোনা পজিটিভ রোগী শনাক্ত করা গেছে। তবে সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্ত হয়েছে ওয়ারীতে। এর পরেই অধিক সংখ্যক রোগী শনাক্ত হয়েছে মোহাম্মদপুর, মিরপুর টোলারবাগ, যাত্রাবাড়ী, লালবাগ, ধানমন্ডি, উত্তরায়।

 

ঢাকা ও নারায়ণগঞ্জসহ ঢাকা বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা অব্যাহতভাবে বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ করোনা পরিস্থিতি নিয়ে ঢাকা বিভাগের নির্বাচিত প্রতিনিধিসহ অন্যদের সঙ্গে আলাপকালে তিনি করোনাভাইরাস নিয়ন্ত্রণে দ্রুত পরীক্ষার মাধ্যমে রোগী শনাক্তকরণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

 

ঢাকার ৯৭টি এলাকার কোথায় কত করোনা রোগী

 

আদাবর ৫, আগারগাঁও ২, আরমানিটোলা ১, আশকোনা ১, আজিমপুর ৬, বাবুবাজার ১১, বাড্ডা ৬, বেইলি রোড ৩, বনানী ৮, বংশাল ৭, বানিয়ানগর ১, বাসাবো ১৪, বসুন্ধরা ৪, বেগুনবাড়ী ১, বেগমবাজার ১, বেরিবাঁধ ১, বকসিবাজার ১, বসিলা ১, বুয়েট এরিয়া ১, সেন্ট্রাল রোড ১, চানখাঁরপুল ৫, চকবাজার ৬, ঢাকেশ্বরী ১, ধানমন্ডি ১৮, ধোলাইখাল ১, দয়াগঞ্জ ১, ইস্কাটন ১, ফার্মগেট ১ ,গেন্ডারিয়া ১৩, গোপিবাগ ১, গ্রিনরোড ১০, গুলিস্তান ২, গুলশান ৮, হাতিরঝিল ১, হাতিরপুল ৩, হাজারীবাগ ৯, ইসলামপুর ২, জেলগেট ২, যাত্রাবাড়ী ১৯, জিগাতলা ৫, জুরাইন ১, কল্যাণপুর ১, কামরাঙ্গীরচর ৩, কাজীপাড়া ১, খিলগাঁও ১, কদমতলী ১, কোতোয়ালি ৩, কুড়িল ১, লালবাগ ১৮, লক্ষ্মীবাজার ২,মালিবাগ ৪, মানিকদি ১, মাতুয়াইল ১, মীর হাজিরবাগ ২, মিরপুর (১, ৬, ১০, ১১, ১২, ১৩ ও ১৪), মিটফোর্ড ১, মগবাজার ১০, মহাখালী ১০, মোহাম্মদপুর ২০, মতিঝিল ১, মুগদা ২, নবাবপুর ১, নারিন্দা ২, নাখালপাড়া ৫, নিকুঞ্জ ১, পীরেরবাগ ২, পুরানা পল্টন ২, রাজারবাগ ৬, রামপুরা ৩, রমনা ১, রায়েরবাগ ১, রাযেরবাজার ১, সবুজবাগ ১, সায়েদাবাদ ২, শাহ আলীবাগ ৪, শান্তিবাগ ১, শ্যামপুর ১, শান্তিনগর ৬, শ্যামলী ১, সোয়ারিঘাট ৩, সিদ্ধেশ্বরী ৩, শনিরআখড়া ১, সূত্রাপুর ৭, তেজগাঁও ১৬, তেজতুরি বাজার ১, টোলারবাগ ১৯, উর্দুরোড ১, উত্তরা ১৭, ভাটারা ১ ও ওয়ারীতে ২৬ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়।

 

কোন জেলায় কত রোগী

 

ঢাকা শহরে ৫১৮, ঢাকা জেলায় ২৮, গাজীপুর ৫৩, কিশোরগঞ্জ ১৭, মাদারিপুর ১৯, মানিকগঞ্জ ৫ জন, নারায়ণগঞ্জ ২১৪, মুন্সিগঞ্জ ২১, নরসিংদী ২৮, রাজবাড়ী ৬, ফরিদপুর ২, টাঙ্গাইল ৯, চট্টগ্রাম ৩১, কক্সাবজার ১, কুমিল্লা ১৪, ব্রাহ্মণবাড়িয়া ৮, লহ্মীপুর ১, নোয়াখালী ১, চাঁদপুর ৬, মৌলভীবাজার ২, সুনামগঞ্জ ১, হবিগঞ্জ ১, সিলেট ১, রংপুর ২, গাইবান্ধা ১২, নীলফামারী ৬, লালমনিরহাট ২, কুড়িগ্রাম ২, দিনাজপুর ৭, ঠাকুরগাঁও ৩, খুলনা ১, নড়াইল ১, চুয়াডাঙ্গা ১, ময়মনসিংহ ৭, জামালপুর ১২, নেত্রকোনা ৪, শেরপুর ৩, বরগুনা ৪, বরিশাল ১০, পটুয়াখালী ২, পিরোজপুর ৪, ঝালকাঠি ৩ ও রাজশাহীতে ৪ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023