নন্দীগ্রামে শহীদ শামছুজ্জোহাকে স্মরণ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২০

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রামে জামায়াত-শিবির কর্তৃক নিহত জগন্নাথ বিশ্ব বিদ্যালয়ের ভূগোল বিভাগের মেধাবী ছাত্রনেতা শহীদ শামছুজ্জোহাকে নানা আয়োজনে স্মরণ করেছে আওয়ামীলীসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

রবিবার সকালে শহীদ শামছুজ্জোহা’র ২৬তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে তার স্মুতিফলকে পুস্পস্তর্বক অর্পণ ও একটি শোক র‌্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 

জানা গেছে, ১৯৯৩ সালের ২৩ ফেব্রুয়ারি দুপুরে নন্দীগ্রাম শহীদ আকরাম সড়কের সাব-রেজিষ্ট্রি অফিস এলাকায় ছাত্রলীগের নিয়মিত প্রচার মিছিলে জামায়াত-শিবিরের হামলায় ছাত্রলীগ নেতা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শামছুজ্জোহা নিহত হন। এ ঘটনায় নিহতের বাবা সাবেক আওয়ামী লীগের সভাপতি মরহুম ডা: শফিউল আলম বুলুর বাদী হয়ে ২০ জন জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেন। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে।

 

সেই থেকে এই দিনটি নন্দীগ্রামের ছাত্রলীগ ‘দিবসটি’ পালন করে আসছে। দিবসের কর্মসূচিতে এ দিন সকালে আওয়ামী লীগের দলীয় অফিসে কালো পতাকা উত্তোলন করা হয়। তারপরে শামছুজ্জোহা’র মৃত্যু বার্ষিকী উপলক্ষে শোক র‌্যালী, স্মৃতিফলকে পুস্পস্তর্বক অর্পণসহ এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া বাদ যোহর মসজিদে বিশেষ মোনাজাত করা হয়।

 

র‌্যালী শেষে দলীয় কার্যালয়ে পৌর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমানের সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন রানা।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনিছুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমান, সাধারন সম্পাদক মুকুল হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আ’লীগ নেতা মুক্তার হোসেন, নান্টু মিয়া, মোতাহার আলী, সোহেল রানা, তীর্থ সলিল রুদ্র, আনন্দ কুমার, উপজেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক সরফুল হক, স্বেচ্ছা সেবকলীগের সাধারন সম্পাদক কামরুল হাসান সবুজ, পৌর শ্রমিকলীগের সভাপতি এনামুল হক, সাধারন সম্পাদক সানোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা আল নোমান নাদিম, সজিব হোসেন, আল-জাহিদ প্রমূখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023