নকল দেবার সফল কসরত!

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, গাইবান্ধা

চলতি এসএসসিতে মঙ্গলবার সাধারণ গনিত পরীক্ষা চলাকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোমরপুর চৌমাথা উচ্চ বিদ্যালয়ে নকলের ছড়াছড়ি। কেন্দ্রের বাইরে থেকে শিক্ষার্থীদের কাছে নকল সরবরাহ করতে দেখা গেছে কয়েকজন যুবককে। আর নকল সরবরাহের সঙ্গে খোদ শিক্ষকরা জড়িত রয়েছে বলে অভিযোগ উঠেছে।

 

কাজি নজরুল ইসলাম নামে এক অভিভাবক বলেন, নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেয়া না হলে একদিকে যেমন শিক্ষার্থীরা মেধা শূন্য হবে, অন্যদিকে মেধাবী শিক্ষার্থীদের মানসিকতা নষ্ট হয়ে যাবে। তাই শিক্ষার পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নরজদারি জরুরি।

 

পরীক্ষাকেন্দ্রে নকল সরবরাহের অভিযোগ স্বীকার করে কেন্দ্র সচিব ও ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, পরীক্ষা কক্ষে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করেন তাহলে শিক্ষার্থীরা লেখতে পারে না। এজন্য একটু শিথিল করে পরীক্ষা নেওয়া হচ্ছে।

 

তিনি আরো বলেন, অস্বীকার করার কিছু নেই। শিক্ষকদের সহযোগিতা ছাড়া ছেলে-মেয়েরা ভালভাবে পরীক্ষা দিতে পারবে না। এ ব্যাপারে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মণ জানান, এ বিষয়ে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023