স্টাফ রিপোর্টার, বগুড়া
বাংলাদেশ ছাড়া বিশ্বের অন্য কোন দেশে বিনামূল্যে বই বিতরণ করা হয় না। বাংলাদেশ সরকার শিক্ষাকে অধিকগুরুত্ব দিয়ে দেশকে এগেিয় নিয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী কোমলমতি শিক্ষার্থীদের হাতে বছরের শুরুতেই নতুন বই হাতে তুলে দেন। এমন নজির বিশ্বের দেশা মেলেনা। জাতীয় শ্রমিকলীগ যুব কমিটি বগুড়া জেলা শাখার উদ্যোগে শিক্ষা উপরকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিধির বক্তব্যে জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কে.এম আযম খসরু এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, বঙ্গবন্ধু দেশকে একটি লাল-সবুজ পতাকা দিয়েছেন। তাঁর আদর্শে বেড়ে ওঠা আমাদের প্রধানমন্ত্রীও দেশকে ভালোবাসেন সবার আগে। তিনি পিতার মতই অন্যায়কারীদের ঘৃণা করেন। দূর্নীতিমুক্ত দেশ গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ আমাদের প্রধানমন্ত্রী। অন্য একটি প্রসঙ্গে তিনি বলেন, ১৯৭১ সালের সকল মুক্তিযোদ্ধাদের গেজেটভুক্ত করেছে এই সরকার।
অনুষ্ঠনটি সভাপতিত্ব করেন, জাতীয় শ্রমিক লীগ যুব কমিটি বগুড়া জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি রাকিব উদ্দিন প্রাং সিজার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুগ্মসাধারণ সম্পাদক বাবু সাগর কুমার রায়, ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুন্নবী তারিক, বগুড়া জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন শেখ হেলাল, বগুড়া শহর শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান আকন্দ, বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, বগুড়া জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবদুল গফুর প্রাং, জাতীয় শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক এ এইচ মসির, বগুড়া জেলা শ্রমিক রীগের যুগ্মসাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,আলোকিত সমাজের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এমদাদুল হক সুজন, সরোয়াদ্দি হাপাতালের সিবিএ সভাপতি আব্দুল মান্নান বিশ্বাস। আমন্ত্রিত অতিথি ছিলেন, আঞ্চলিক শ্রম অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক আলমগীর কুমকুম, আঞ্চলিক যুব কেন্দ্র বগুড়ার উপ পরিচালক বিরাজ চন্দ্র, বগুড়া জেলা শিক্ষা অফিসার হযরত আলী, বগুড়া সদর উপজেলা শিক্ষা অফিসার গোলাম মাহবুব মোর্শেদ।
বিশেষ অতিথির বক্তব্যে আবদুল মান্নান আকন্দ কেন্দ্রীয় কমিটির নেতাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বগুড়ার সংগঠনকে এগিয়ে নিতে সিজারের মত তরুণ নেতাদের আরো এগিয়ে নিতে হবে। তাতে উৎসাহ বারবে এবং মাননীয় প্রধানমন্ত্রীর মিশন বাস্তবায়ণ সহজ হবে। অনুষ্ঠানে প্রায় ৩ হাজার শিক্ষাথীর হাতে কলম, খাতা, পেন্সি, স্কেলসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়।