সরকারি খাল দখল করে পুকুর খনন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২৫ জানুয়ারী, ২০২০

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশে প্রবাহমান সরকারি খাল দখল ও আবাদি জমি কেটে পুকুর খননের অভিযোগ পাওয়া গেছে। এতে ২০ হাজার হেক্টর আবাদি জমি জলাবদ্ধতার কবলে পড়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। তাড়াশ-ভুঁয়াগাতী আঞ্চলিক সড়কের ধানকুন্টি ব্রিজ এলাকায় মাধাইনগর ইউনিয়নের ওয়াশিন গ্রামের প্রভাবশালী নজরুল ইসলাম মুন্টু পুকুরটি খনন করছেন।

 

কৃষক আক্কাছ আলী, খোরশেদ আলম, শহিদুল ইসলামসহ অনেকেই জানান, পানি প্রবাহের ওই গুরুত্বপূর্ণ সরকারি খালটি ভরাট করা হলে সামান্য বৃষ্টিতেই ধাপ ওয়াশীন, সেরাজপুর কাস্তা, বেত্রাশীন, গুয়ারাখী, পৌষার, ধানকুন্টিসহ কমপক্ষে ২৫টি গ্রামের ২০ হাজার হেক্টর আবাদি জমি জলাবদ্ধতার কবলে পড়বে। এদিকে নজরুল ইসলাম মুন্টু বলেন, সবকিছু ম্যানেজ করেই পুকুর খনন করা হচ্ছে। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান বলেন, শিগগিরই ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023