যৌন উত্তেজক বিজ্ঞাপনে বিব্রত দুপচাঁচিয়া এলাকাবাসি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২০

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার দুপচাঁচিয়া পৌরসদরের বিভিন্ন রাস্তা, মসজিদের দেয়ালে,স্কুলের দেয়ালে, বাসাবাড়ীর দেয়ালে, অলিগলিতে হারবাল কোম্পানীর যৌন উত্তেজক বিজ্ঞাপনে বিব্রত অবস্থার মধ্যে পড়েছে এলাকার স্কুলকলেজের ছাত্র ছাত্রী ,অভিবাবক, সহ সচেতন মহল। বনরাজ হাকিমী ঔষাধালয় কোম্পানী উপরোক্ত জায়গা গুলোতে যৌন উত্তেজক সহ অশ্লীল ভাষা ব্যবহার করে বড় বড় পোষ্টার লাগিয়েছে। অভিভাবক তাদের ছেলে মেয়েদের কে বাসা থেকে বাহিরে নিয়ে এলে পোষ্টারগুলো চোখে পড়লে লজ্জায় মাথা নিচু করে চলতে হয়। বিশেষ করে কোচিং সেন্টার লেখাপড়া করার জন্য বেরিয়ে গেলে কিছু কুরুচি পুর্ন ছেলে মেয়েরা পোষ্টার দেখে হৈচৈ শুরু করে। এসব দেখে অভিভাবকবৃন্দ বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে । বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে ছেলেমেয়েদের কে মানুষ করা কষ্টদায়ক হয়ে পড়েছে।

 

এলাকার অনেক সচেতন মানুষমনে করেন হাকিমী ঔষধ মান সম্পন্ন কতটুকু সঠিক রয়েছে যা খোলাবাজারে রাস্তায় রাস্তায় পোষ্টার লাগিয়ে বিজ্ঞাপনের মাধ্যমে ঐসব ঔষধ বিক্রয় করতে হয়। বনরাজ হেকিম প্রতিষ্ঠানের সত্বাধিকারী এর সঙ্গে মুঠোফোনে এ ব্যপারে যোগাযোগ করলে তিনি জানান, ঐ সব স্থানে পোষ্টারগুলো লাগানো আমাদের ভুল হয়েছে। রাস্তায় রাস্তায় অশ্লীল বিজ্ঞাপন লাগিয়ে যুব সমাজকে নষ্ট করছে এই ধরনের কিছু হেকিমেরা। এইসব ব্যাপারে ঔষধ প্রশাসন অধিদপ্তরের কঠোর নজদারি রাখা প্রয়োজন বলে সচেতন মহল মনেকরেন ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023