ফুলবাড়ীতে এক নৈশ্য প্রহরিকে কুপিয়ে হত্যা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২০

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে বাদশা মিয়া (৪৫) নামে এক মৎস্য পুকুরের পাহারাদরকে কুপিয়ে হত্যা করেছে দুরবৃত্তরা।
বুধবার দিবাগত রাতে উপজেলার বেতদিঘী ইউনিয়নের নন্দিগ্রাম ঈদগাহ বস্তিতে একটি মৎস্য পুকুর পাড়ে এই হত্যা কান্ডের ঘটনা ঘটে।
গতকাল বৃহস্পতিবার সকালে ওই পুকুর পাড় থেকে নিহত নৈশ্য প্রহরি বাদশা মিয়ার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত নৈশ্য প্রহরি বাদশা মিয়া উপজেলার আরজি সাহাপুর গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে। সে গত এক বছর থেকে তামিম এ্যাগ্রোফার্ম এর একটি ভাড়া করা মৎস্য পুকুরে নৈশ্য প্রহরির কাজ করতো।
তামিম এ্যাগ্রোফার্ম এর মালিক সাহাজাহান মিয়া বলেন গত এক বছর থেকে বাদশা মিয়া নৈশ্য প্রহরির কাজ করে আসছে, গত বুধবার দিবাগত রাতে সে পাহারা দেয়ার সময় কে বা কাহারা তাকে আক্রমন করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে।
নন্দিগ্রাম ঈদগাহ বস্ত্রির বাসিন্দা শাখাওয়াৎ হোসেন বলেন বৃহস্পতিবার সকালে গ্রামের গৃহবধুরা মাঠে কাজ করতে গিয়ে নৈশ্য প্রহরি বাদশার মৃতদেহটি দেখতে পায়।

একই এলাকার বাসীন্দা ও পুকুরটির মালিক মৃত কফিল উদ্দিনের ছেলে আব্দুস ছালাম বলেন, ওই পুকুরটি তিনি গত দুই বছর থেকে তামিম এ্যাগ্রোফার্মের নিকট মৎস্য চাষের জন্য ভাড়া দিয়েছেন, এর পর থেকে তামিম এ্যাগ্রোফার্ম ওই পুকুরে মৎস্য চাষ করে আসছে। তিনি বলেন বুধবার দিবাগত রাতে নন্দ্রিগ্রাম বিদ্যালয়টির একটি বার্ষিক অনুষ্ঠান ছিল, সেখানে সারা রাত মাইক বেজেছে, এই জন্য তারা কোন শব্দও শুনতে পায়নি। অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) মিয়া আশিষ বীন হাছান বলেন, স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে। ঘটনাস্থল থেকে নিহত বাদশা মিয়ার মৃতদেহটি উদ্ধার করে, ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। তিনি বলেন দুরবৃত্তরা নৈশ্য প্রহরির মাথা ঘাড়ে উপর্যপুরি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। তিনি বলেন ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

এদিকে নৈশ্র প্রহরি বাদশা মিয়ার হত্যা কান্ডসহ বেতদিঘী ইউনিয়নের গত চার বছরে ৫টি হত্যা কান্ডের ঘটনা ঘটলো। এলাকাবাসীরা বলেন ইতোপূর্বে ঘটে যাওয়া হত্যা কান্ড গুলোর এখন প্রর্যন্ত কোন বিচার না হওয়ায়, নতুন নতুন হত্যা কান্ড ঘটছে। উল্লেখ্য বেতদিঘী ইউনিয়নের ২০১৩ সালের পিতা-পুত্র হত্যা, ২০১৪ সালের খন্ডখুই গ্রামের আব্দুল কুদ্দুস হত্যার ঘটনা সেই সময় আলোচিত ঘটনা হলেও এখন প্রর্যন্ত বিচার পায়নি ক্ষতিগ্রস্থ পরিবার গুলো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023