বকেয়া বেতনভাতার দাবীতে
দুপচাঁচিয়া পৌর সার্ভিস এসোসিয়েশনের মানববন্ধন
রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২২ জানুয়ারী, ২০২০

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধি
দুপচাঁচিয়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের ৯মাসের বকেয়া বেতন পরিশোধ, পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের ১৫মাসের বকেয়া বেতন পরিশোধসহ ২০১৭সালের এপ্রিল হতে ২০১৯সালের মার্চ মাস পর্যন্ত প্রফিডেন্ট ও আনুতোষিক ফান্ডের এবং ঋণ গ্রহনের কর্তনকৃত টাকা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত ব্যাংক হিসাব নম্বরে জমা প্রদানের দাবীতে দুপচাঁচিয়া পৌর সার্ভিস এসোসিয়েশন উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।  বুধবার সকালে বগুড়া-নওগাঁ সড়কের দুপচাঁচিয়া সিও অফিস বাসস্ট্যান্ডে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

 

মানববন্ধন চলাকালে পৌর সার্ভিস এসোসিয়েশনের সদস্য মাহমুদুল হাসান খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান সিরাজ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, সাবেক সভাপতি আলহাজ্ব মফিক উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, হিসাব রক্ষন কর্মকর্তা আবু মোস্তফা কামাল, কনজারভেন্সি ইন্সপেক্টর মিজানুর রহমান, বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, গত ১৩জানুয়ারি পৌরসভা নির্বাচনে পরাজিত মেয়র বেলাল হোসেন নির্বাচনের পূর্বে দফায় দফায় সভা করে প্রতিশ্রæতি দিয়েও আমাদের দাবী বাস্তবায়ন করেননি, বরং উল্টো আমাদেরকে ভয়ভীতি দেখিয়ে দমিয়ে রাখার চেষ্টা করেছেন।

 

মেয়র বেলাল হোসেন গত ২১জানুয়ারি তার মেয়াদ শেষ হওয়ার আগেই আমাদের দাবী মেনে নিবেন বলে আশ্বাস দিয়েছিলেন। দাবীর বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ না করে তিনি গা ঢাকা দিয়েছেন। তাদের চলমান কর্মবিরতী ও অবস্থান ধর্মঘট কর্মসূচী গত ১০জানুয়ারি সংবাদ সম্মেলনের মাধ্যমে সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। দাবী পূরণ না হওয়ায় স্থগিতকৃত কর্মসূচী পুনঃরায় চলমান রাখার ঘোষনা দেন এবং কর্মবিরতীর কারণে সাময়িক অসুবিধার জন্য পৌরবাসীর নিকট তারা দুঃখ প্রকাশ করেন। বক্তারা এ ঘটনায় জড়িত পৌরসভার মেয়র বেলাল হোসেনকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023