শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুর উপজেলা পরিষদ চত্তরে উপজেলা পর্যায়ে তৃণমূল নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্যোগে ৩ দিনব্যাপী বস্ত্র ও কুঠির শিল্প পণ্য মেলা ২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় শেরপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ জামাল সিরাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভ্যাটেরিনারী সার্জন ডা. মো. রায়হান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুবির পাল, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক মুন্সি সাইফুল বারী ডাবলু, বিভিন্ন নারী সংগঠনের নেত্রীবৃন্দ এবং বিশিষ্টজনেরা।
মেলায় বিভিন্ন সংগঠন থেকে হস্ত্র ও বস্ত্র বিপনী তাদের পণ্যের পসার সাজিয়ে বসেছেন। মেলার প্রথম দিনে বাঙালির নিজস্ব ঐতিহ্য হস্ত্র ও বস্ত্র শিল্পের পণ্য ক্রয়ের প্রতি ক্রেতাদের আগ্রহ লক্ষনীয়।