শেরপুরে ধানের চারার সাথে এ কেমন শত্রুতা!

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১৮ জানুয়ারী, ২০২০

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরের বাগড়া চকপোতা গ্রামে ইরি-বোরো ধানের চারা রাতের অন্ধকারে কে বা কাহারা গত শুক্রবার রাতে ঔষধ দিয়ে নষ্ট করা হয়েছে। ধানের চারা নষ্ট করায় ভুক্তভোগী কৃষকেরা হতাশা হয়ে পড়েছে। জানা গেছে, উপজেলার কুসুম্বি ইউনিয়নের বাগড়া চকপোতা গ্রামে হোসেন আলীর ছেলে গোলাম মস্তফা ও একই গ্রামের মৃত ইউসুব আলী ফকিরের ছেলে আলতাফ আলী জমিতে ধানের চারা রোপন করতে কিছুদিন পূর্বে বিজতলা তৈরী করেন। ধানের চারাগুলো বেশ বড় হয়ে উঠেছে। এরই মধ্যে কে বা কাহারা গত শুক্রবার দিবাগত রাতের যে কোন সময় তাদের বিজতলায় ঔষধ দিয়ে নষ্ট করে দেয়। তবে ওই কৃষকরা আশা করছিলেন চলতি মৌসুমে জমি থেকে ভালো ফলনের।

এ ব্যাপারে কৃষক আলতাফ আলী বলেন, যে বিজতলা করা হয়েছিল সেখানকার চারা দিয়ে অন্তত ২৫-৩০ বিঘা জমিতে চারা রোপন করা যেত। কিন্তু শুক্রবার রাতে কে বা কাহারা এমন শত্রæতা করে জমির ধানের চারা গুলো নষ্ট করে দিয়েছে। এখন জমি চাষ করতে আমরা চারা কোথায় পাব। কৃষক গোলাম মস্তফা বলেন, ফসলের সঙ্গে শত্রæতার ঘটনাটি অমানবিক। এমন ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকে না কেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া দাবিও জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023