দুপচাঁচিয়া (বগুাড়া) প্রতিনিধি
দুপচাঁচিয়া উপজেলার তালোড়া সরকারি শাহ্-এয়তেবারিয়া এইচএসসি কলেজ ডিগ্রী (পাস) কোর্স এর অনুমোদন লাভ করায় তালোড়া পৌরবাসীর পক্ষ হতে কলেজের অধ্যক্ষ ফারুক আহম্মেদকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে পৌরবাসীর পক্ষ হতে অধ্যক্ষকে এ ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মামুনুর রশিদ রাজু। এসময় উপস্থিত ছিলেন তালোড়া পৌর আ’লীগের সহসভাপতি আব্দুল হাই খন্দকার, উপজেলা আ’লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম চৌধুরী তাজু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি সহিদুল ইসলাম,তালোড়া পৌর যুবলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান চৌধুরী রনি, পৌর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মাসুদ রানা, যুগ্ম আহবায়ক আবু বক্কর ছিদ্দিক প্রমুখ। একইদিন তালোড়া খন্দকার আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের পক্ষ হতেও কলেজের অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই খন্দকার অধ্যক্ষকে এ ফুলেল শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শ্যামল চন্দ্র দাস, আমিনুর ইসলাম, সিহাব শাহরিয়ার সুজন, আজিজার রহমান, অফিস সহকারি আবু ফেরদৌস তুহিন প্রমুখ। প্রসঙ্গতঃ তালোড়া শাহ্ এয়তেবারিয়া কলেজ ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হয়। ১৯৮৮ সালে এ কলেজটি সরকারি করণ করা হয়।