শেরপুরে আমন ধানের চাল সংগ্রহের উদ্বোধন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২০

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুর উপজেলায় ৪’শ ২১টি চালকল থেকে সরকারি ভাবে আমন ১৯-২০ মৌসুমে সিদ্ধ ও আতপ ধানের চাল সংগ্রহ শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় শেরপুর ধুনটমোড় খাদ্যগুদাম প্রাঙ্গণে আমন ধানের চাল সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: লিয়াকত আলী সেখ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ জামাল সিরাজী, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সেকেন্দার রবিউল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আমির হামজা, কৃষি সম্প্রসারণ অফিসার ছামিদুল ইসলাম, খাদ্য কর্মকর্তা এস এম আতিকুল ইসলাম, মুকুল টুডু, পিআইও মমিনুল ইসলাম, মিল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল কুদ্দুস ভুইয়া, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল হামিদ, আব্দুর রাজ্জাক, হানিফ উদ্দিন, মনোয়ার, এনামুল হক প্রমুখ।

শেরপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সুত্রে জানাযায়, ৪’শ ২১টি চালকল থেকে সরকারি ভাবে আমন ধানের সিদ্ধ চাল ৪ হাজার ৯’শ ৯৩টন ৩৬ টাকা দরে এবং আতপ ৩’শ ১৫টন ৩৫টাকা করে সংগ্রহ শুরু হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023