ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও পারিয়া সীমান্তে সাহাবুল ইসলাম (৩২) নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে বিএসএফ এর বিরুদ্ধে। শনিবার ভোরে বালিয়াডাঙ্গী উপজেলার পারিয়া সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত সাহাবুল ইসলাম বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়ন তারানজুবাড়ি গ্রামের মৃত তমিজ উদ্দীনের ছেলে।
ঘটনার সত্যতা স্বীকার করেছেন বালিয়াডাঙ্গী থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান আতিক। গোপন সূত্রের বরাত দিয়ে তিনি জানান, শনিবার ভোরে সাহাবুল ইসলামসহ আরো কয়েকজন গরু চোরাকারবারি অবৈধভাবে বালিয়াডাঙ্গীর পারিয়া সীমান্তের ৩৮৬/১ এস পিলার অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় ভারতের উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর বারোঘোরিয়া ক্যাম্পের বিএসএফ জওয়ানরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও সাহাবুল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। ঘটনাস্থল তারকাঁটার পাশে স্থানীয় গ্রামবাসী দূর থেকে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। সকালে ভারতের উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানায় নিহত সাহাবুল ইসলামের মৃতদেহ ময়নাতদন্তের জন্য হস্তান্তর করে বিএসএফ।
ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এন এম সামীউন্নবী চৌধুরীর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক ৫০ বিজিবির এক কর্মকর্তা জানিয়েছেন, এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে ও সীমান্তে হত্যা বন্ধের বিষয়ে ৫০ বিজিবির পক্ষ থেকে বিএসএফকে পত্র দেওয়া হয়েছে।