স্টাফ রিপোর্টার, ঢাকা
ওমানের সুলতান কাবুস বিন সাঈদ আল সাঈদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১১ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া শোক বার্তায় একথা জানানো হয়। প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যায় ৭৯ বছর বয়সে ওমানের সুলতান মারা যান। তার মৃত্যুতে দেশটিতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এছাড়া ৪০ দিন পর্যন্ত অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ৭২ ঘণ্টার মধ্যে নতুন সুলতানের মনোনয়নের বিষয়ে সিদ্ধান্ত নেবে রাজ পরিবার।