স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ার সাবেক ছাত্রনেতা সাখাওয়াত হোসেন শফিক’কে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বগুড়ায় র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগ এর আয়োজনে এ র্যালি অনুষ্ঠিত হয়। বগুড়া জেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে আনন্দ র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা বগুড়া জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি ভিপি সজেদুর রহমান সাহীন এর সভাপতিত্বে সাধারন সম্পাদক মোঃ জুলফিকার রহমান শান্ত’র সঞ্চালনায় বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আসাদুর রহমান দুলু, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আরিফ ওপেল, মোঃ গোলাম হোসেন, মোঃ রুহুল আমিন শিশির, বনি ছদর খুররম, আরিফুল হক বাপ্পী, রোকনুজ্জামান রনি, মশিউর রহমান মামুন, শহর স্বেচ্ছাসেবক লীগ (দক্ষিণ) শাখার সাধারণ সম্পাদক নাসিমুল বারী নাসিম, উত্তর শাখার সাধারণ সম্পাদক মোঃ লিটন শেখ, মীর জোবায়ের জয়, ইমরান হোসেন রাজু, আয়নাল হক নয়ন, রনি জামান, রশ্মি স্বর্ণা, আব্দুস সালাম, সোহেল, শিবলু, মিনহাজ্ব, জীম, সহ আরোও উপস্থিত ছিলেন জেলা ও শহর শাখার নেতৃবৃন্দ।