আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার আদমদীঘিতে প্রভাবশালি এক ব্যক্তির রোষানলে শিকার হয়ে প্রায় দুই বছর যাবত চলাচলে রাস্তায় পিলার নির্মান করে দৃষ্টিপ্রতিবন্ধী আলেফ সরকার নামের এক ভিক্ষুক পরিবারকে অবরুদ্ধ করে রাখা সংক্রান্ত একটি সংবাদ গত ৮ জানুয়ারি দৈনিক মুক্তজমিন পত্রিকার শেষ পৃষ্ঠায় প্রকাশ হওয়ার পর অবশেষে পুলিশের হস্তক্ষেপে বৃহস্পতিবার দুপরে নির্মান শ্রমিক লাগিয়ে পিলার দুটি অপসারণ করে রাস্তাটি উম্মুক্ত করা হয়েছে। এতে দৃষ্ঠিপ্রতিবন্ধী ওই ভিক্ষুক পরিবার পিলার অপসারণে সন্তোষ প্রকাশ করেন। প্রকাশ, আদমদীঘির চাঁপাপুর ইউনিয়নের হাউসপুর গ্রামের দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক আলেফ সরকারকে পরিবারসহ বাড়ি থেকে বের হওয়ার চলাচলের রাস্তা পূর্বশক্রতা বশতঃ একই গ্রামের প্রভাবশালি আনছার আলী ইটের তৈরী দুটি পিলার নির্মান করে প্রায় দুই বছর যাবত অবরুদ্ধ করে রাখেন। এই সংবাদটি গত ৮ জানুয়ারি দৈনিক মুক্তজমিন পত্রিকায় প্রকাশের পর পুলিশ প্রশাসনের নজরে আসে। ওই দিন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টির সত্যতা পান। এরপর আনছার আলীকে অবরুদ্ধ করে রাখা পিলার দুটি অপসারণের নির্দেশ প্রদান করেন। সেই মোতাবেক গতকাল বৃহস্পতিবার দুপুরে নির্মান শ্রমিক লাগিয়ে পিলার দুটি অপসারণ করে চলাচলের রাস্তা উম্মুক্ত করা হয়েছে। আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন জানান, মানবিক কারণে জরুরি ভিক্তিতে আনছার আলীকে পিলার দুটি অপসারণের নির্দেশ প্রদান করা হয়েছে।