স্টাফ রিপোর্টার,ঢাকা
সাবেক ছাত্রনেতা বগুড়ার কৃতি সন্তান সাখাওয়াত হোসেন শফিককে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনর্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক হিসেবে বুধবার (৮ জানুয়ারি) মনোনয়ন প্রদান করা হয়েছে। সাখাওয়াত হোসেন শফিক এর পুর্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনর্বাহী সংসদের সহ সম্পাদক ছিলেন। ছাত্রজীবনে রাজশাহী বিশ^বিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি ছিলেন। বিষয়টি মুক্তজমিনকে নিশ্চিত করে সাখাওয়াত হোসেন শফিককে সাংগঠনিক সম্পাদক মনোনীত করায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এদিকে সাখাওয়াত হোসেন শফিক বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনর্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় বগুড়া জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগ নেতা এবং নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রানা এক বিবৃতিতে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।