জামিয়া মিলিয়া ইসলামিয়া ক্যাম্পাসে ঢুকে ছাত্র-ছাত্রীদের মা’রধর ও আট’ককৃতদের মুক্তির দাবিতে গভীর রাতে দিল্লি পু’লিশের সদর দফতর ঘে’রাও করে বি’ক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। জানা গেছে, রোববার বিকালে দক্ষিণ দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া সংলগ্ন নিউ ফ্রেন্ডস কলোনিতে নাগরিকত্ব বিলের প্রতি’বাদে বি’ক্ষোভ হয়। এ ঘটনার পর দিল্লি পু’লিশ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে ছাত্রছাত্রীদের উপর চড়াও হয়। জামিয়ার ক্যাম্পাসের মধ্যে কেন্দ্রীয় লাইব্রেরিতে কাঁদানে গ্যাস ছোড়া হয়। এতে বহু ছাত্রছাত্রী সেখানে পড়াশোনা করছিলেন। তাদের অনেকেই পু’লিশের লা’ঠি ও কাঁ’দানে গ্যা’সে আ’হত হন।
শুধু তাই নয়, শৌচাগারে ঢুকেও শিক্ষার্থীদের পি’টিয়েছে পু’লিশ। বিশ্ববিদ্যালয়ের ক’র্মীদেরও বেধ’ড়ক লা’ঠিপেটা করা হয়। লাইব্রেরির বাইরের ছাত্রছাত্রীদের মাথার ওপরে হাত তুলে লাইন দিয়ে হাঁটিয়ে ক্যাম্পাস থেকে বার করে দেয়া হয়। জামিয়ার বেশ কয়েক জন ছাত্রছাত্রীকে পু’লিশ আ’টক করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে আটক সহপাঠীদের অবিলম্বে মুক্তির দাবিতে রাতেই কয়েকশ শিক্ষার্থী দি’ল্লি পুলিশের সদর দফতর ঘে’রাও করেন। মাঝরাতের কড়া ঠান্ডা উপেক্ষা করে চলতে থাকে তাদের বিক্ষো’ভ। পরিস্থিতি আয়ত্তের বাইরে যেতে পারে, সেই আশঙ্কায় জল’কামান ও কাঁদা’নে গ্যাস নিয়ে তৈরি ছিল পুলিশও।
জামিয়ায় মিলিয়া ইসলামিয়া ক্যাম্পাসে হাম’লার ঘটনায় রোববার রাত থেকেই বি’ক্ষোভ শুরু হয়েছে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়, হায়দরাবাদের মৌলানা আজাদ উর্দু বিশ্ববিদ্যালয়, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, আইআইটি বম্বেসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে। আজ সোমবার দিল্লি জুড়ে ছাত্র ধ’র্মঘটের ডাক দিয়েছে ছাত্র সংগঠনগুলোর একাংশ। শুক্রবারও জামিয়া মিলিয়ার শিক্ষক-শিক্ষার্থীরা নতুন নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতি’বাদ-মি’ছিল করেছিলেন। তখনও পু’লিশ লা’ঠি এবং কাঁ’দানে গ্যাস ব্যবহার করে। বহু ছাত্র-ছাত্রী আ’হত হন।
কিন্তু রোববার বিকালে নিউ ফ্রেন্ডস কলোনি এলাকায় বিক্ষো’ভে তারা অংশ নেননি বলে জানিয়েছেন জামিয়ার শিক্ষক-পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিবৃতি, ‘ নিউ ফ্রেন্ডস কলোনির বিক্ষোভে জামিয়ার শিক্ষার্থীরা ছিলেন না। আশপাশের মানুষ বিক্ষো’ভ দেখিয়েছেন।’ জামিয়ার চিফ প্রোক্টর ওয়াসিম আহমেদ খান বলেন, ‘পুলিশ গায়ের জোরে, বিনা অনুমতিতে ক্যাম্পাসে ঢুকেছে। আমাদের কর্মী, শিক্ষার্থীদের পে’টানো হয়েছে। জোর করে ক্যাম্পাস ছা’ড়তে বাধ্য করা হয়েছে।’ জামিয়ার উপাচার্য নাজমা আখতার পুলিশের কাজকে নি’ন্দনীয় বলেছেন।