৫ম শ্রেণীর ছা’ত্রীকে ধ’র্ষ ণ করত প্রধান শি’ক্ষক, পাহারা দিতেন শি’ক্ষিকা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯

বরিশালের বাকেরগঞ্জের ভোজমহল গ্রামে ৫ম শ্রেণীর ছা’ত্রীকে প্রধান শি’ক্ষকসহ দুইজন ধ’র্ষণ করায় গ’র্ভবতী হওয়ার অ’ভিযোগ পাওয়া গেছে। পঞ্চম শ্রেনীর ছা’ত্রী ধ’র্ষণে একজন জে’লে থাকলেও বহাল তবিয়তে রয়েছেন প্রধান শি’ক্ষক (দায়িত্বপ্রাপ্ত) বাবুল ও তার সহযোগী একই স্কুলের শি’ক্ষক রেবা।

বুধবার রাতে শেরেবাংলা মে’ডিকেল কলেজ হা’সপাতালে ভর্তি নি’র্যাতিতা স্কুলছা’ত্রী বাবুল ও রেবার শা’স্তির দা’বি জানায়। নি’র্যাতিতা ভোজমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছা’ত্রী এবং ওই গ্রামের হতদ’রিদ্র পরিবারের সদস্য।

মে’ডিকেলে চি’কিৎসাধীন অন্ত:সত্ত্বা পঞ্চম শ্রেণীর ছা’ত্রী জানায়, ৯ মাস পূর্বে স্কুলের শি’ক্ষক রেবা তাকে ডেকে নিয়ে প্রধান শি’ক্ষক বাবুলের কক্ষে যেতে বলে। এরপর সেখানে গেলে প্রধান শি’ক্ষক বাবুল তা’কে ধ’র্ষণ ক’রে। আর বলে দেয় এ ঘটনা কাউকে জানালে তাকে প্রা’ণে মে’রে ফে’লবে। এভাবে প্রায়দিনই বা’বুল তাকে ধ’র্ষণ ক’রত। বাইরে পাহারায় থাকতো শি’ক্ষিকা রেবা।

এর মধ্যে তার বাড়ি সংলগ্ন এলাকার বাসিন্দা জুয়েলও তাকে জো’রপূর্বক ধ’র্ষণ করে। বাড়িতে কেউ না থাকার সুযোগে বাসায় ঢুকে তাকে ধ’র্ষণ করে। প্রধান শি’ক্ষকের সাথে সাথে জুয়েলও তাকে একাধিকবার ধ’র্ষণ করে বলে জানায় মে’য়েটি। জুয়েলও তাকে প্রা’ণনা’শের হু’মকি দিতো। ধ’র্ষণে গ’র্ভবতী হওয়ার চার মাস পর বিষয়টি তার মা বুঝতে পেরে তাকে জিজ্ঞাসা করলে সে সব বলে দেয়।

এরপর মে’য়েটির মা স্কুলে গিয়ে সকল শি’ক্ষকের কাছে বিষয়টি জানালে তারা তাকে ভ’য়ভী’তি দেখায়। এমনকি নি’র্যাতিত মে’য়েটি এ ঘটনায় প্রধান শি’ক্ষকের স্ত্রী’কে জানালে তিনিও নি’র্যাতিতাকে ভ’য়ভীতি দেখায়।

ঘটনার ৫ মাস পর বিষয়টি বাকেরগঞ্জ থানায় জানালে সেখানে মা’মলা দা’য়ের হয়। মা’মলা বা’দী হচ্ছে মে’য়েটির মা। কিন্তু ওই মা’মলা থেকে প্রধান শি’ক্ষক বাবুল ও শি’ক্ষক রেবাকে বাদ দিয়ে শুধু জুয়েলকে অ’ভিযুক্ত করা হয়। জুয়েল বর্তমানে কা’রাগারে রয়েছে। নি’র্যাতিতা মে’য়েটি আরো অ’ভিযোগ করে প্রধান শি’ক্ষক বাবুল এভাবে স্কুলের বহু মে’য়েকে ধ’র্ষণ করেছে। তাদের ভ’য়ভীতি দেখানোর কারনে কোন মে’য়ে তার বি’রুদ্ধে কিছু বলে না।

স্কুল সূত্র থেকে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই স্কুলের প্রধান শি’ক্ষকের পদটি শূন্য রয়েছে। সেখানে বাবুল দায়িত্বপ্রাপ্ত প্রধান শি’ক্ষক হিসেবে কাজ করছেন। পূর্বে সে ভোজমহল এলাকার মেম্বর ছিল। এ কারণে তার বেশ প্র’ভাব থাকায় তার বি’রুদ্ধে কেউ টু শব্দ পর্যন্ত করতে পারে না।

মে’ডিকেলের লেবার ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত নার্স শাহানাজ পারভীন বলেন, মে’য়েটির শ্বাস ক’ষ্ট হচ্ছে। নরমাল ডে’লিভারী সম্ভব হবে না, সি’জারিয়ানের প্রয়োজন হতে পারে। এ জন্য তার অভিভাবকদের র’ক্ত সংগ্রহ করতে বলা হয়েছে। র’ক্ত সংগ্রহ হলে সি’জারিয়ান অ’পারেশন করা হবে।

এ ব্যাপারে ভোজমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শি’ক্ষক (দায়িত্বপ্রাপ্ত) বাবুল হোসেন বলেন, এ অ’ভিযোগ সম্পূর্ণ মি’থ্যা ও ভি’ত্তিহীন। আমার বি’রুদ্ধে ষ’ড়যন্ত্র হচ্ছে।

বাকেরগঞ্জ থানার ও’সি আবুল কালাম বলেন, এ ঘটনায় ভি’কটিমের মা বা’দী হয়ে মা’মলা দা’য়ের করেছিলেন। ওই মা’মলার চা’র্জশিটও দেয়া হয়েছে। ভি’কটিমের অ’ভিযোগ পু’লিশ প্রধান শি’ক্ষক বাবুলের নাম বাদ দিয়েছে এমন প্রশ্নের জবাবে ও’সি বলেন, পু’লিশ যদি বাদ দিয়ে থাকে তাহলে ভি’কটিম ২২ ধারায় ম্যা’জিস্ট্রেটের কাছে জ’বানব’ন্দি দিয়েছে।

সেখানে কেন প্রধান শি’ক্ষকের নাম বললো না। আমার ধারণা কা’রাগারে থাকা জুয়েল ভি’কটিমের নিকট আত্মীয়। হয়ত তাদের সাথে কোন গুছ প্রক্রিয়া হয়ে থাকতে পারে। এ জন্য ভি’কটিম ওই কথা বলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023