নোয়াখালীর হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের আলী আহম্মেদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মনির উদ্দিনের বি**রুদ্ধে য**ন হয়রানির অ*ভিযোগ এনেছে দশম শ্রেণির এক ছাত্রী।বুধবার বিকেলে বিদ্যালয়ে এ য(*ন হয়রানির ঘটনা ঘটে। এ ঘটনায় অ*ভিযুক্ত শিক্ষক মনির উদ্দিনের বি**রুদ্ধে
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অ*ভিযোগ দিয়েছে ভুক্তভোগী ছাত্রী।ওই ছাত্রীর অ*ভিযোগ, বুধবার প্রাইভেট পড়ানো শেষে সবাইকে ছুটি দিয়ে কৌশলে ওই ছাত্রীকে বসিয়ে রাখেন শিক্ষক মনির। অন্য ছাত্রীরা চলে যাওয়ার পর ওই
ছাত্রীর য**ন হয়রানি করেন তিনি।ছাত্রীর ভাষ্য, দীর্ঘদিন ধরে আমাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন শিক্ষক মনির উদ্দিন। এতে রাজি না হওয়ায় য**ন হয়রানি করেন তিনি।অ*ভিযোগ পাওয়ার স*ত্যতা নিশ্চিত করে
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরে আলম বলেন,বুধবার রাতে মাকে সঙ্গে নিয়ে এসে লিখিত অ*ভিযোগ দিয়েছে ভুক্তভোগী ছাত্রী। অ*ভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি থানা পুলিশকেও জানানো হয়েছে।