শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ডাকাতির প্রস্তুতিতে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
শাজাহানপুর থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিনব্যাপী একাধিক টিম পৃথক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে জিআর ও নন-জিআর মামলার ১৪ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের মধ্যে একজন নারী ও একজন আইন সংঘাতে জড়িত শিশুও রয়েছে।
অভিযানের অংশ হিসেবে শাজাহানপুর থানাধীন চোপীনগর ইউনিয়নের বড়ইতলা এলাকায় মো. আনোয়ার নার্সারির সামনে থেকে ১০ গ্রাম হেরোইনসহ উত্তরবঙ্গের শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত রবিউল ইসলাম ওরফে ভোট (৬০) কে গ্রেপ্তার করা হয়।
এছাড়া আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ মো. আরিফ (৩৫) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়।
অপরদিকে ডাকাতির প্রস্তুতিকালে বগুড়া পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের বেজোড়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে মো. নাহিদ ইসলাম (২৪) ও মো. বিপুল হাসান (২৩) নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত ও ঘটনাস্থল থেকে চাকু, হাসুয়া, রশি ও বাটাম উদ্ধার করা হয়।
এ ছাড়া নিয়মিত মামলার আরও কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে গ্রেপ্তারকৃত ২২ জনকে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
শাজাহানপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদক, ডাকাতি ও অন্যান্য অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।