শাজাহানপুরে কচুয়াদহ একতা ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শাজাহানপুর উপজেলার চোপিনগর ইউনিয়নের কচুয়াদহ এলাকায় কচুয়াদহ একতা ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) বিকাল ৩টায় কচুয়াদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে শতাধিক শীতবঞ্চিত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। কচুয়াদহ একতা ক্লাবের সভাপতি দুখু মিয়ার সভাপতিত্বে এবং চোপিনগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আবু সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মো. আব্দুল ওয়াহাব (ঝন্টু)। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন চোপিনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. এমরান হোসেন।

বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়াদহ একতা ক্লাবের উপদেষ্টা ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চোপিনগর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মো. আমিনুর ইসলাম, সৌদি প্রবাসী মো. সিহাব হাসান এবং জয়ন্তীবাড়ী দিশারী ক্লাবের সভাপতি মো. শফিকুল ইসলাম।

বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্বই নয়, সামাজিক বন্ধন দৃঢ় করারও একটি কার্যকর মাধ্যম। প্রতিষ্ঠার পর থেকে কচুয়াদহ একতা ক্লাব মানবসেবা, তরুণদের সামাজিক সম্পৃক্ততা এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে কাজ করে আসছে। শীতবস্ত্র বিতরণ কর্মসূচি তারই ধারাবাহিক অংশ।

শীতবস্ত্র পেয়ে স্থানীয় বাসিন্দা আব্দুল বারী ও হাফিজা বেগম বলেন, প্রচণ্ড শীতে এ সহায়তা আমাদের মতো দরিদ্র মানুষের জন্য বড় উপকার। আল্লাহ যেন দাতাদের উত্তম প্রতিদান দেন। অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023