শাজাহানপুরে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে শাজাহানপুর থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ সাজ্জাদ হোসেন (৪০)। তিনি মৃত আব্দুস সালামের ছেলে এবং শাজাহানপুর থানাধীন ফেসকা চাপড় খরনা গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, মোঃ সাজ্জাদ হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে স্থানীয়ভাবে একাধিক অভিযোগ থাকায় পুলিশ তার গতিবিধির ওপর নজরদারি বৃদ্ধি করে। পরে নির্ভরযোগ্য গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যা তিনি বিক্রির উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় শাজাহানপুর থানায় এফআইআর নং–৩২ অনুযায়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ১০(ক) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে সংবাদ বুলেটিনকে জানান, গ্রেফতারকৃত আসামিকে শুক্রবার (২৬ ডিসেম্বর) যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, শাজাহানপুর উপজেলায় মাদক নির্মূলে থানা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না এবং এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023