শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে তিন বিঘা জমির আলু গাছ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে। এতে কয়েক লক্ষ টাকার ক্ষতির মুখে পড়েছেন কৃষক জাহাঙ্গীর আলম। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাথাইল চাপর এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, জাহাঙ্গীর আলম তার জমিতে আলু আবাদ করেছিলেন। আলুর গাছগুলোর বয়স ৩৫ দিন, আগামী ২০ দিনের মধ্যে ফসল উত্তোলনের প্রস্তুতি ছিল। ইতিমধ্যে বিঘা প্রতি প্রায় ৪০ হাজার টাকা খরচ করেছেন তিনি। কিন্তু সকালে জমিতে গিয়ে দেখতে পান, তার ৩ বিঘা জমির সমস্ত আলু গাছ উপড়ে ফেলা হয়েছে।
জাহাঙ্গীর আলমের অভিযোগ, ডিপ টিউবওয়েল নিয়ে একই এলাকার মৃত আনিছুর রহমানের ছেলে মাসুদ রানার সাথে তার দীর্ঘদিনের বিরোধ চলছিল। ইতিপূর্বে স্থানীয়রা তাকে সতর্ক করেছিলেন যে মাসুদ রানা তার ক্ষতি করতে পারে। সেই শত্রুতার জের ধরেই পরিকল্পিতভাবে এই কাজ করা হয়েছে বলে তিনি দাবি করেন।
ভুক্তভোগী কৃষক জাহাঙ্গীর আলম জানান, তিন বিঘা জমিতে তার বিনিয়োগ ছিল প্রায় দেড় লাখ টাকা। ফলন ভালো হলে তিনি প্রায় ২ থেকে আড়াই লাখ টাকার আলু বিক্রি করতে পারতেন। কিন্তু ফসল ঘরে তোলার ঠিক আগ মুহূর্তে দুর্বৃত্তদের এমন তাণ্ডবে তিনি এখন সর্বস্বান্ত।
তিনি আরও জানান, সকালে দিনমজুর নিয়ে কাজ করতে গিয়ে দেখি আমার সব শেষ। মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। স্বপ্ন ছিল ২০ দিন পরেই ঘরে উঠবে সোনার ফসল। কিন্তু সেই স্বপ্ন এখন মাটির সাথে মিশে একাকার। আমার বড় অংকের আর্থিক ক্ষতি হয়ে গেল। আমি এই ন্যাক্কারজনক ঘটনার বিচার চাই।
এদিকে, অভিযুক্ত মাসুদ রানা দাবি করেন, “এমন ন্যাক্কারজনক কাজ আমি করিনি। তার অনেক শত্রু থাকতে পারে।
শেরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম আলী বলেন, “এটি অত্যান্ত দু:খ জনক ঘটনা। এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।