শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুর উপজেলায় চলমান ‘ডেভিল হান্ট ফেজ–২’ বিশেষ অভিযানে একজন রাজনৈতিক নেতাসহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মো. বশির আহম্মেদ ওরফে দুলু (৪৫)। পুলিশ সূত্রে জানা যায়, মো. বশির আহম্মেদ আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ (বি-ব্লক) গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার মৃত জনাব আলী মন্ডলের ছেলে।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ‘ডেভিল হান্ট ফেজ–২’ অভিযানের অংশ হিসেবে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া থানার নিয়মিত মামলার আরও দুই আসামিসহ মোট তিনজনকে গ্রেপ্তার করে মঙ্গলবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।