এম এ করিম
বগুড়া শহরের চকসূত্রাপুর এলাকার বাশফোঁড় কলোনীতে যৌথবাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে জেলা পুলিশ ও সেনাবাহিনী। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত অভিযানে অর্ধ শতাধিক বাড়ি তল্লাশি করে মাদক ও নগদ টাকা উদ্ধার করা হয়। অভিযানে মাদক বিক্রির সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে দুইজনকে বিল্টু হরিজনের ছেলে শ্রী হরিজন (৩৫) ও শ্রী বাদল বাশফোঁড়ের ছেলে শ্রী শান্ত বাশফোঁড় (২৫)। অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর এবং সেনাবাহিনীর বগুড়া সদর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন জানে আলম সাদিফের নেতৃত্বে পরিচালিত অভিযানে এলাকার প্রায় প্রতিটি বাড়ি তল্লাশি করা হয়। প্রাথমিক হিসাব অনুযায়ী, উদ্ধার করা হয়েছে ১৬৬ বোতল কেরু মদ, ৩০ বোতল দেশীয় মদ, ৪৫ কেজি গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৩০ হাজার টাকা। এছাড়া জব্দ করা হয়েছে মাদক বিক্রিতে ব্যবহৃত ৪টি ওজন যন্ত্র। অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, বারবার অভিযান সত্ত্বেও ব্যবসায়ীরা মাদক ব্যবসা থেকে সরে আসতে পারছেন না। তবে ধারাবাহিক অভিযান চালিয়ে বগুড়ায় এই ব্যবসার শিকড় উপড়ে ফেলা হবে। শুধু বিক্রেতা নয়, মাদকের স্পটে যারা ক্রয় করতে আসবেন, তাদেরকেও আইনের আওতায় আনা হবে। অভিযানে জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ ইকবাল বাহার, সদর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ শফিকুল ইসলাম, সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজ আলমসহ জেলা পুলিশ ও সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্য উপস্থিত ছিলেন।