জঙ্গি, ভয়ংকর সন্ত্রাসী ও রাজনৈতিক দুর্বৃত্তায়নে অভিযুক্তদের মামলার শুনানি হবে ভার্চুয়ালি, আদালতের আদেশ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট:জঙ্গি, ভয়ংকর সন্ত্রাসী ও রাজনৈতিক দুর্বৃত্তায়নে অভিযুক্তদের মামলার শুনানি আসামিদের কারাগারে রেখেই করার আদেশ দিয়েছেন আদালত। বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমানের আদালত এই আদেশ দেন। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় রেখে এমন নির্দেশ দেওয়া হয়েছে বলে সই করা আদেশে জানিয়েছেন বিচারক।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ শামসুদ্দোহা সুমন এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘এখন থেকে আর জঙ্গি, শীর্ষ সন্ত্রাসীসহ সকল ঝুঁকিপূর্ণ আসামিদের সশরীরে আদালতে আনতে হবে না। তাদের কারাগারে রেখেই ডিজিটাল পদ্ধতিতে ভার্চুয়ালি যুক্ত করে মামলার শুনানি হবে।’

শামসুদ্দোহা সুমন আরও বলেন, ‘এতে করে সরকারের সময় ও অর্থ দুটোই বাঁচবে। পাশাপাশি ঝুঁকিও কমবে। অতি শিগগিরই এই পদ্ধতিতে বিচারিক কার্যক্রম চালু হবে।’ বিচারকের সই করা আদেশে বলা হয়, ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটসির বিভিন্ন আদালতসমূহে অনেক চাঞ্চল্যকর মামলাসহ জনগুরুত্বপূর্ণ মামলা বিচারাধীন।

ঐ সকল মামলায় প্রতিদিন কাশিমপুর হাইসিকিউরিটি জেলখানা ও কেরানীগঞ্জ কেন্দ্রীয় জেলখানা থেকে প্রচুর আসামিকে বিভিন্ন বাহনে করে আদালতে আনা-নেওয়া করা হয়। এসব আসামিদের মধ্যে জঙ্গিসহ ভয়ংকর সন্ত্রাসী এবং রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত অনেক আসামি রয়েছে। এ সকল আসামিদের আদালতে আনা-নেওয়ার ক্ষেত্রে প্রায়শই নিরাপত্তা ঝুঁকি দেখা দেয়। তাছাড়া এ সকল আসামিদের অনেকের প্রতি জনগণের প্রচণ্ড ক্ষোভ থাকায় আদালত প্রাঙ্গণে হাজির হয়ে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটানোর চেষ্টা করে।

আদেশে আরও বলা হয়, এ ধরণের পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হিমশিম খেতে হয়। এই পরিস্থিতি অবসানের লক্ষ্যে উচ্চ আদালতের প্রজ্ঞাপনে অডিও, ভিডিও বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে সাক্ষ্য গ্রহণ, মামলার শুনানি সংক্রান্ত প্র্যাকটিস নির্দেশনা রয়েছে। ভার্চুয়াল শুনানির জন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটসির ২৮ নম্বর আদালতের এজলাস কক্ষটি ডিজিটাল কোর্ট রুম হিসেবে প্রস্তুত করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023