মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট:বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশ্লীল বক্তব্য, সারাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সন্ত্রাস, নৈরাজ্য দিবালোকে মানুষ হত্যাএবং সোশ্যাল মিডিয়ায় বিএনপি এবং শীর্ষ নেতাদের সম্পর্কে অশালীন বক্তব্যের প্রতিবাদে গোবিন্দগঞ্জ উপজেলা দরবস্ত ইউনিয়নের বিএনপির আয়োজনে বিক্ষোভ সমাবেশ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৫ টায় স্থানীয় কোমরপুর চারমাথা মোড় থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃত্বে এক মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় চৌমাথা মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
দরবস্ত ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হকের সভাপতিত্বে সারাদেশে নৈরাজ্য এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে কটাক্ষকারীকে হুঁশিয়ারি উচ্চারণ করে এবং আগামী ফেব্রুয়ারি মাসে মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবি করে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা ওলামা দলের সাধারন সম্পাদক আনিছুরজ্জামান বিদুৎ,দরবস্ত ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম গাছু,সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সেন্টু, সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক মিজানুর রহমান,মৎসজীবী দলের সভাপতি রানা সরকার,আব্দুল মান্নান চাঁন, রফিকুল ইসলাম,ও স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা স্বাধীনতা বিরোধী চক্রকে হুশিয়ার উচ্চারণ করে বলেন, ভবিষ্যতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অশালীন বক্তব্য দিলে তার দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।