রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১৯ জুলাই, ২০২৫

মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট:জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান স্মরণে রাজধানীর হাতিরঝিলে পালিত হয়েছে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’। শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যায় হাতিরঝিলের অ্যাম্পিথিয়েটারে চলচ্চিত্র প্রদর্শনী, সংগীত পরিবেশনা ও ড্রোন শো’র মধ্য দিয়ে এই আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে প্রদর্শিত হয় ‘হিরোস উইদাউট কেপস: প্রাইভেট ইউনিভার্সিটি ইন জুলাই’ এবং ‘ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ’ শীর্ষক দুটি চলচ্চিত্র। এসব চলচ্চিত্রে জুলাই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিরোধ ও অংশগ্রহণ তুলে ধরা হয়।

এরপর মঞ্চে পরিবেশিত হয় ‘জুলাইয়ের গান’, যেখানে গেয়েছেন শিল্পী সেজান, তাশফি, সানি এবং ব্যান্ডদল আর্টসেল ও র‍্যাপার কালেক্টিভ। সবচেয়ে আলোচিত ছিল ড্রোন শো, যেখানে আকাশে ভেসে ওঠে বিভিন্ন প্রতীকী বার্তা—‘নাটক কম করো পিও’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘জাস্টিস উইল বি সার্ভড’—এমন আরও নানা লেখায় স্মরণ করা হয় শিক্ষার্থীদের ত্যাগ ও প্রতিবাদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থ সাউথ, ব্র্যাক, ইস্ট ওয়েস্ট, ইউআইইউ, ড্যাফোডিল, ইউল্যাব, স্টেট, ইউডা, ইন্ডিপেন্ডেন্ট, ঢাকা ইন্টারন্যাশনাল, প্রাইম এশিয়া, ইউআইটিএসসহ অসংখ্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দিবসটির অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা, বিশিষ্টজন এবং জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023